বক্স অফিসে ঝর তুলেছে ‘ওএমজি টু’

0
23
বক্স , ওএমজি টু
বক্স অফিসে ঝর তুলেছে ‘ওএমজি টু’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পরপর ব্যর্থ হওয়ার পর তার নতুন সিনেমা ‘ওএমজি টু’ মাতিয়ে তুলেছে বক্স অফিস।

গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘ওএমজি টু’। এ সিনেমার মাধ্যমে ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, ‘ওএমজি টু’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। সুতরাং এটিকে যদি হিট বলতে হয়, তবে সিনেমাটির আয় ১৬০ কোটি রুপি হতে হবে। আর যদি ১৫০ কোটি রুপি আয় করে এটি এভারেজ আয় ধরা হবে। কিন্তু ১০ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১১৩.৬৭ কোটি রুপি। বিশ্বব্যাপী যার আয় দাঁড়িয়েছে ১৬০.২১ কোটি রুপি।

কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এ সিনেমার জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয়।

‘ওএমজি টু’ প্রদর্শনের দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ স্টুডিও। ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের বোঝাপড়াটাও ভালো। অক্ষয় কুমারকে ছাড়া এই ঝুঁকি নেওয়াটা অসম্ভব ছিল।’’