ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

0
5
ফুটবল
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টির প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন।

এসব আসনে চূড়ান্ত প্রার্থী ১৩৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তাঁর আবেদনের ভিত্তিতে তাঁকে ফুটবল প্রতীক বরাদ্দ করা হলো।

প্রতীক পেয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘আমি গত কয়েকদিন ধরে যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তখন সবাই জিগ্যেস করছিলেন, আমার প্রতীক কী। ব্যালট পেপারে কী প্রতীক দেখতে পারবেন। আজকে এই প্রশ্নের পরিস্কার একটা উত্তর পেয়েছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, ‘আমরা যেই স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি দেখতে চাই, তার ভিত্তিতেই আমাদের প্রচারণা চলবে। সবাইকে দোয়া ও শুভকামনা জানানোর অনুরোধ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.