ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ ডেল্টার বিরুদ্ধে কার্যকর

0
43
ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ ডেল্টার বিরুদ্ধে কার্যকর
ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ ডেল্টার বিরুদ্ধে কার্যকর

বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে জানা যায়, ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতটা কাজ করেছে, ডেল্টার বিরুদ্ধেও প্রায় সমান কাজ করছে। 

 ইংল্যান্ডের বিশেষজ্ঞরা বলছেন,  বর্তমানে ভীতি সৃষ্টিকারী ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ দুটি ভ্যাকসিন উচ্চ মাত্রায় কার্যকর, তবে এজন্য ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ অর্থাৎ দুটি ডোজই নিতে হবে। শুধু একটি ডোজ নিলে পূর্ণ সুরক্ষা মিলবে না। 

বুধবার প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ডেল্টায় সংক্রমিত মানুষদের উপসর্গ কমাতে ফাইজার ৮৮ শতাংশ কার্যকরী। আলফার বিরুদ্ধে ছিল ৯৩.৭ শতাংশ।

একইভাবে অ্যাস্ট্রাজেনেকা ৬৭ শতাংশ কার্যকরী। আলফার বিরুদ্ধে ছিল ৭৪.৫ শতাংশ।

নতুন গবেষণায় কার্যকরিতার যে হার পাওয়া গেছে, সেটি মহামারী নিয়ন্ত্রণে যথেষ্ট।

গবেষণায় বলা হয়েছে, ফাইজারের একটি ডোজ ডেল্টার বিরুদ্ধে ৩৬ শতাংশ কার্যকর। অ্যাস্ট্রাজেনেকা সেখানে ৩০ শতাংশ।

এর আগে রাশিয়ার গবেষকেরা দাবি করেন, তাদের স্পুটনিক ভ্যাকসিন ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর।

ইসরায়েল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপসর্গযুক্ত রোগের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিনের কম কার্যকারিতার কথা জানা গেলেও, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে উচ্চ সুরক্ষার কথাই জানানো হয়।