প্রবাসী পাকিস্তানিদের কাছে অনুদান চাইলেন ইমরান খান

0
107
ইমরান খান
প্রবাসী পাকিস্তানিদের কাছে অনুদান চাইলেন ইমরান খান

দেশজুড়ে শাহবাজ শরিফের সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের ডাক দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আর শাহবাজ শরিফের সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই প্রবাসী পাকিস্তানীদের কাছে অনুদান চাইলেন ইমরান খান।

টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় ইমরান খান জানান, শাহবাজ সরকারের পতন ও নতুন নির্বাচনের জন্য আন্দোলনে প্রচুর অর্থ প্রয়োজন। এ জন্য নামঞ্জুর ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনুদান সংগ্রহ করছে পিটিআই।

তিনি বলেন, বর্তমানে পাকিস্তানে যে সরকার ক্ষমতাসীন রয়েছে, তার নেতৃত্বে রয়েছে কিছু ‘চিহ্নিত দুর্নীতিবাজ’ এবং এই সরকারের পতন ও অবিলম্বে একটি সাধারণ নির্বাচনের দাবিতে দেশের জনগণ আন্দোলন করছে।  

ইমরান তার এ প্রচারণার নাম দিয়েছেন ‘হাকিকি-আজাদি’। বলেছেন, পাকিস্তানের ২২ কোটি মানুষের ওপর একটি ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পাকিস্তানি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে দেশ কে চালাবে- পিটিআই নাকি ‘দুর্নীতিগ্রস্ত শরিফ পরিবার’, যিনি তিন বছর জেল খেটেছেন এবং যার বিরুদ্ধে এখনো দুর্নীতির মামলা চলছে।