নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ বিকালে

0
67
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ বিকালে
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ বিকালে

আজ রবিবার শুরু হচ্ছে নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন।

বিকাল ৪টায় সংসদ অধিবেশন শুরু হবে। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরইমধ্যে মন্ত্রিসভায় এই ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারের বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরা ধরবেন রাষ্ট্রপ্রধান।

মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে চলবে সংসদের বৈঠক। পাশাপাশি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের চলতি সময়ে আরোপ করা হচ্ছে বাড়তি কড়াকড়ি।

এর আগে সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস পর্যন্ত চলে ২৮ নভেম্বর শেষ হয়। গত অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) উত্থাপন করেন। এর ওপর প্রধানমন্ত্রী, বিরোধী দলের উপনেতা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।