প্রথম খেলায় আধিপত্য বিস্তার, সুইডেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র

0
41

ইউরো ২০২০-তে তাদের প্রথম খেলায় আধিপত্য বিস্তার করেও সুইডেনের বিরুদ্ধে গোলশূ্ন্য ম্যাচে অমীমাংসিত ফল নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্পেনকে ৷ স্পেনের সার্ভাইল-এ গ্রুপ ই-এর এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল তুঙ্গে ৷ কিন্তু ম্যাচের শেষে তাঁদের কার্যত হতাশই হতে হয় ৷

ম্যাচের শুরুতে সুইডেনকে দেখে গোলের আশা জেগেছিল ৷ কিন্তু বল নিয়্ন্ত্রণে তাঁদের টেক্কা দিয়ে যান স্প্যানিয়ার্ডরা ৷ প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও শেষরক্ষা হয়নি দু’পক্ষের ৷

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ঢঙে শুরু করেছিল সুইডেন ৷ কিন্তু বিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন সুইডিশরা ৷ অন্যদিকে হলুদ জার্সির দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারেনি স্প্যানিশ আর্মাডা-ও ৷

সোমবার গ্রুপ ই-র অন্য একটি ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে স্লোভাকিয়া ৷ এর পর গোলশূন্য ড্র স্পেন ও সুইডেন, দুই দলকেই চাপে রেখে দিল ৷

স্পেনের কোচ লুই এনরিকের উপর আশা ছিল ফুটবলপ্রেমীদের ৷ গত বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন করে স্বপ্ন দেখছিল স্প্যানিশ ফুটবলও ৷ কিন্তু ইউরো ২০২০-র তাদের প্রথম অভিযানে ঘরের মাঠে প্রথমার্ধের ছন্দ তাঁরা ধরে রাখতে পারলেন না দ্বিতীয়ার্ধে ৷

চতুর্থ ইউরো খেতাব জয়ের লক্ষ্যে এ বার মাঠে নামার আগে কিছুটা টলমল ছিল স্পেন ৷ প্রথমে অধিনায়ক বুস্কেৎস এবং তার পর ডিফেন্ডার লোরেন্তে করোনা পজিটিভ ধরা পড়েন ৷ পরে লোরেন্তের রিপোর্ট নেগেটিভ আসে ৷ নতুন অধিনায়ক ঘোষণা করা হয় জোরদি আলবা-কে ৷ তাঁর নেতৃত্বে এখনও স্বপ্ন দেখছেন ফুটবলাররা ৷ আশা ছাড়েননি ভক্তরাও ৷ অন্যদিকে প্রথম ম্যাচ জিততে না পেরেও গ্রুপপর্যায়ের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া জেন অ্যান্ডারসনের সুইডেন ৷