আমরা ক্ষমা করব না, প্রতিশোধ নেবঃ বাইডেন

0
45
আমরা ক্ষমা করব না, প্রতিশোধ নেবঃ বাইডেন
আমরা ক্ষমা করব না, প্রতিশোধ নেবঃ বাইডেন

‘আমরা ক্ষমা করবো না। আমরা এই হামলার কথা ভুলেও যাবো না। আমরা হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।’

কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১৩ মার্কিন সেনাসহ ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ জনই সাধারণ আফগান নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৪০ জন।

কাবুলের এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে  চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, ‘আমরা ক্ষমা করবো না। আমরা এই হামলার কথা ভুলেও যাবো না। আমরা হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।’

আল জাজিরার খবরে বলা হয়, কাবুলে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএসআইএসের সমর্থনপুষ্ট জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইন খোরাসান প্রোভিন্স, আইএসকেপি (আইএসআইএস-কে)।

হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা খুঁজে বের করব এবং এর জন্য চরম মূল্য দিতে হবে। আমি আমার প্রতিটি আদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ রক্ষা করার কথাই বলব।’

হামলা হলেও কাবুল থেকে আমেরিকার নাগরিক ও তাদের সঙ্গে কাজ করা অন্য আফগানদের সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাওয়ার কথা জানান বাইডেন।

তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসী গোষ্ঠীকে ভয় পাই না, তাদের জন্য থামব না। আমরা আমাদের মিশন চালিয়ে যাব। আমরা আমাদের উদ্ধারকাজ চালিয়ে যাব।’