প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য

0
40
প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য

তীব্র তুষারপাত ও তুষার ঝড়ে প্রায় স্থবির হয়ে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের জনজীবন। মঙ্গলবার দশকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় স্কটল্যান্ডের ছোট্ট একটি গ্রামে।

মঙ্গলবার স্কটল্যান্ডের ছোট্ট গ্রাম আলটনাহাররার তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত এক দশকে এটিই সর্বনিম্ন। সর্বশেষ ২০১০ সালে আগে তাপমাত্রার এমন পতন লক্ষ্য করা গিয়েছিল।

তাপমাত্রার পতনের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে প্রচণ্ড তুষার ঝড়। প্রতি ঘণ্টায় ৫০ মাইলেরও বেশি দমকা হাওয়া বইছে অনেক জায়গায়। ভারী তুষারপাতের কারণে বিঘ্ন ঘটছে যান চলাচলে। বাতিল হচ্ছে রেলের শিডিউল। ঘটছে সড়ক দুর্ঘটনাও।

দেশটির আবহাওয়া অফিস বলছে, এ তুষারপাতের কারণে বেশকিছু এলাকায় এক ফুটেরও বেশি বরফ জমতে পারে। রাশিয়া ও পূর্ব ইউরোপ থেকে আসা এ প্রবল তুষার প্রবাহ আরও কয়েকটা দিন সহ্য করতে হবে যুক্তরাজ্যবাসীকে।