পোস্টার দিয়ে তৈরি খাতা পথশিশুদের মধ্যে বিতরণ

0
59
পরিত্যক্ত কাগজে তৈরি খাতা পেয়েছে শিশুরা

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৪৪ বছর পূর্তি উপলক্ষে ‘উই আর এসসিপিএসসিয়ান’-এর পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সংগঠন সাভার পৌরসভা নির্বাচনের পরিত্যক্ত পোস্টার দিয়ে খাতা এবং ব্যানার দিয়ে তৈরি করেছে স্কুলব্যাগ।

আজ সোমবার সকালে সেসব খাতা ও ব্যাগ ‘জাগ্রত বিবেক ফাউন্ডেশন’ পরিচালিত স্কুল জাবিফ পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই স্কুলে পথশিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়। প্রায় ৩০ শিশুর মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।

পরিত্যক্ত কাগজে তৈরি খাতা পেয়েছে শিশুরা

এ বিষয়ে ‘উই আর এসসিপিএসসিয়ান’-এর স্বেচ্ছাসেবী প্রিন্স ঘোষ বলেন, ‘অব্যবহৃত কাগজ ও ব্যানার যেখানে–সেখানে ফেলে রাখা হয় বা পুড়িয়ে ফেলা হয়। এতে পরিবেশ দূষিত হয়। কাগজের ভালো ব্যবহার আমরা নিশ্চিত করতে চেয়েছি, তাই এ উদ্যোগ নেওয়া।’

১৯৭৭ সালে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল নামে এ প্রতিষ্ঠান স্থাপিত হয়। ১৯৮৭ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৪৪ বছর পূর্তিকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণসহ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়।