পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড

0
255
পাগলা মসজিদ
পাগলা এবার পাগলা মসজিদে পাওয়া গেছে প্রায় ৬ কোটি টাকা দানবাক্সে রেকর্ড

সারাদিন পাগলা মসজিদের আটটি সিন্দুকের সব টাকা-পয়সা গণনা শেষে এবার মিলল ৫ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকা!

টাকার সঙ্গে সোনা-রুপার অলঙ্কারসহ মিলেছে বিদেশি মুদ্রাও। এবার পাওয়া গেছে হীরের গহনাও! সোনা রুপা হীরের অলঙ্কার মিলে ওজন হয়েছে চার কেজির মতো।

শনিবার (৬ মে) কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুকে পাওয়া যায় এসব টাকা ও অলংকার।

সাধারণত তিন মাস পরপর খোলা হয় পাগলা মসজিদের সিন্দুকগুলো। রমজানের কারণে এবার ১১৮ দিন পর খোলা হয়েছে সিন্দুক। এ কারণে টাকা উপচে পড়ার অবস্থা হয়েছিল সিন্দুকগুলোতে।

এর আগে সর্বশেষ ৭ জানুয়ারি খোলা হয়েছিল পাগলা মসজিদের সিন্দুকগুলো। ওইদিন পাওয়া যায় চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা! এর আগে গত বছরের অক্টোবর মাসের ১ তারিখে খোলা হয়েছিল এগুলো।

ওই সময় পাওয়া যায় তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। এর আগে গতবছরের ২ জুলাই বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার বাদে পাওয়া যায় তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।

তারও আগে মার্চে পাওয়া যায় তিন কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা। এ হিসাবে গড়ে প্রতিবারেই প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকা পাওয়া গেছে সিন্দুকে। কিন্তু এবার মসজিদের দানবাক্সে রেকর্ড।