পাকিস্তানে ভয়াবহ বন্যা

0
98
পাকিস্তানে ভয়াবহ বন্যা
পাকিস্তানে ভয়াবহ বন্যা

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে হাজারের উপর ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১ হাজার ৫২৭ জনের বেশি মানুষ। ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ। প্রায় ৩৩ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার রাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) দেয়া সর্বশেষ তথ্যে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ১৪ই জুন থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় মারা গেছেন কমপক্ষে এক হাজার ৩৩ জন। আহত হয়েছেন ১৫২৭ জন। শেষ ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১১৯।

আহত হয়েছেন ৭১ জন। আজাদ জম্মু-কাশ্মীরে মারা গেছেন একজন। বেলুচিস্তানে চারজন। গিলগিট বাল্টিস্তানে মারা গেছেন ৬ জন। খাইবার পখতুনখাওয়ায় ৩১ জন এবং সিন্ধুতে ৭৬ জন।

সারা দেশে ১৪ই জুন থেকে পাওয়া তথ্য সন্নিবেশ করে দেখা গেছে, ৩৪৫১.৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪৯টি সেতু বিধ্বস্ত হয়েছে। ধ্বংস হয়ে গেছে ১৭০টি দোকান। আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ৯ লাখ ৪৯ হাজার ৮৫৮টি বাড়ি।