পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

0
89
পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেয়া হবে।

বুবুধবার (২০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে নুরুল হক নুররাও রয়েছে। এ ছাড়া বুঝে বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি ঘোলা না করে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূল মনে হচ্ছে। এরকম থাকলে খুলে দেবো।