পবিত্র ঈদুল আজহায় কঠোর বিধিনিষেধ থাকছে কিনা?

0
26
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ঈদুল আজহা হল ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে একটি।  এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা।  এটি কোরবানির ঈদ হিসেবে বেশি পরিচিত। করোনার ভয়াবহতাকে রুখতে সারা দেশে চলছে সরকার ঘোষিত লকডাউন। গত কয়েকদিনে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু এবং সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল সোমবার (৫ জুলাই) চলমান লকডাউন আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এরই মাঝে কুরবানি ঈদকে সামনে রেখে সবার জানার আগ্রহ, সাতদিন শেষে বিধি-নিষেধ আরো বাড়ানো হবে কিনা? 

ঈদের সময়ে লকডাউন থাকছে কিনা এ প্রসঙ্গে  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বলেন , সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।

চলতি ১৪৪২ হিজরি সন অনুযায়ী, যদি চলতি জিলকদ মাস ২৯ দিনে সম্পন্ন হয় তাহলে এবারের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। আর ৩০ দিনে সম্পন্ন হলে ঈদ একদিন পিছিয়ে হবে ২২ জুলাই। 

মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক মিলিয়ে তাই মোট ৫ দিনের ছুটি। 

বিভিন্ন সূত্র হতে জানা যায়,  সংক্রমণ পরিস্থিতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ঈদের আগে নিয়ন্ত্রণে  না আসলে বিধিনিষেধ থাকবে। তবে  কিছু শর্ত শিথিল করা হবে।