পদ্মায় ট্রলার ডুবি

0
58
পদ্মায় ট্রলার ডুবি
পদ্মায় ট্রলার ডুবি

পদ্মা নদীতে তিনশো মণ ধান ও ১৫ জন মানুষসহ একটি ট্রলার ডুবে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দাদন ও হেলাল নামে দুই ব্যক্তির খোঁজ এখনও নিখোঁজ রয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে শিমুলিয়া ঘাট সংলগ্ন সেতু প্রকল্পের বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে ধানবোঝাই ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, শিমুলিয়া ফেরিঘাট থেকে ধান নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। এ সময় পদ্মার প্রচণ্ড স্রোত ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা যাত্রীরা নদীতে ভাসতে থাকে। পরে স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ দুই যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।