ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে নৌকাডুবিতে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌযানটি লিবিয়া থেকে ইতালির যাওয়ার পথে এই ঘটনা ঘতে। স্থানীয় সময় বুধবার (২১ জুলাই) তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এসময় ৩৮০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। তারা লিবিয়ার উত্তর-পশ্চিমের জুওয়ারা উপকূল থেকে রওনা হয়েছিলেন।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মংগি স্লিম বলেন, ‘১৭ জন বাঙালি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিলেন।’
এর আগে গত ২৪ জুন তিন মিসরীয় নাগরিক এবং ২৬৪ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে।