নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ

0
54
ট্রাম্প

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে নোবেল কমিটির কাছে।

তাদের মধ্যে ট্রাম্প ছাড়াও আছেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনে বহু প্রচারিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। শুধু ট্রাম্প্র নয় এ তালিকায় রয়েছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিও।

এছাড়াও আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও তার ‘কোভ্যাক্স’ কর্মসূচি এবং ‘ন্যাটো’ জোটের নাম। সুপারিশ পেয়েছে জাতিসংঘের শরণার্থী সংগঠন ‘ইউএনএইচসিআর’-এরও।

রয়টার্স জানায়, রোববার (৩১ জানুয়ারি) ছিল নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।