নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ ব্যয় ৩৬ কোটি টাকা

0
9
সংসদ নির্বাচন
নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ ব্যয় ৩৬ কোটি টাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রয়োজন হবে ১ লাখ ৭০ হাজার রিম কাগজ। এসব সামগ্রী ছাপানোর কাজ করবে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেস। এজন্য ব্যয় হবে প্রায় ৩৬ কোটি টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার প্রস্তুত করা কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য ভোটার সংখ্যা প্রায় ১১ কোটি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ব্যালট ছাপাতে কাগজ ও কালি সংগ্রহ, ফর্ম, প্যাড, ব্যানার, পোস্টার, নির্দেশিকা, রেজিস্টার, হিসাবরক্ষণ খাতা ও অন্যান্য সামগ্রী প্রস্তুতের প্রয়োজন রয়েছে।

ইসির কার্যপত্র অনুযায়ী, আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের ৩০০টি আসনের নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সামগ্রীর মুদ্রণ পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। সে লক্ষ্যে নির্বাচনী বিভিন্ন ধরনের কাগজ ক্রয়/সংগ্রহ ও সংরক্ষণ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২১ প্রকার ফরম, ১৭ প্রকার প্যাকেট, ৫ প্রকার পরিচয়পত্র, আচরণ বিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়াল, নির্দেশিকা ইত্যাদি মুদ্রণ কার্যক্রম শুরু করা প্রয়োজন।

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত হয়ে থাকে। এ কারণে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ পেপার স্বল্প সময়ের মধ্যে মুদ্রণপূর্বক মাঠ কার্যালয় সমূহে বিতরণ করতে হবে। অন্যান্য ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টার, ম্যানুয়াল, নির্দেশিকা ইত্যাদি সম্ভাব্য সেপ্টেম্বর মাসের মধ্যে মুদ্রণ পূর্বক সংরক্ষণ করা প্রয়োজন।

ইসি জানায়, আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ এবং অন্যান্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনে ব্যালট পেপারসহ অন্যান্য মুদ্রণ সামগ্রী মুদ্রণের জন্য কী পরিমাণ কাগজ প্রয়োজন হবে, তার হিসাব জানার জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, তেজগাঁও এবং কাগজের বর্তমান মজুদ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ স্টেশনারি অফিস, তেজগাঁও, ঢাকাকে গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পত্র পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, তেজগাঁও ও বাংলাদেশ স্টেশনানি অফিস, তেজগাঁও, ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ের সংরক্ষিত কাগজের বিস্তারিত হিসাব দেয়। দ্বাদশ জাতীয় সংসদ, ষষ্ঠ উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন উপলক্ষ্যে ২০২৩ সালে ১ লাখ ৬১ হাজার ৭৪ রিম কাগজ ক্রয় করা হয়েছিল। আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষ্যে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের পাঠানো হিসাব অনুসারে বিভিন্ন ধরনের সম্ভাব্য ১ লাখ ৬৯ লাখ ৬২৯ রিম কাগজ ক্রয় করা প্রয়োজন হবে। যার ক্রয় বাবদ সম্ভাব্য ৩৫ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৫২৩ টাকা টাকা ব্যয় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.