নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

0
66
নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক
নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকাসহ সান্সল্যাব থেকে আজিমপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতের পর মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে আবারও সংঘর্ষ শুর হয় দুই পক্ষের মধ্যে।

এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কোন দোকানপাট খুলতে দেখা যায়নি। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এবিষয়ে রমনা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হারুন অর রশিদ বলেন, প্রতিদিনের মতোই নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক। সকাল থেকেই এই সড়ক দিয়ে যান চলাচল করছে। তবে এই এলাকার দোকান পাট এখনো বন্ধ আছে।

শিক্ষার্থী ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গতকাল রাতে ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। বৈঠকের পরও সকাল দশটার পর নিউমার্কেট খুললে হামলা করার হুমকি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মার্কেটের ব্যবসায়ীদের দোকানপাট না খোলার জন্য জানান।