নারায়ণগঞ্জে আড়াইহাজারের ফ্রেশ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে জেনারেটর বিস্ফোরণে ১০ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তাদের মৃত্যু হয়।
রোববার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- মো. শামীম মিয়া (৩০) ও মো. নাজমুল মিয়া (১৮)। বিস্ফোরণে দগ্ধ মো. বাশার (২৮) সেখানে চিকিৎসাধীন।
নিহতের বোন মোছা. কারিমা আক্তার জানান, বুধবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নাজমুল মিয়ার মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার (১২ মে) সকালে মারা যান বড় ভাই শামীম মিয়া।