নরসিংদীতে মা ও তার দুই ছেলে-মেয়ের লাশ উদ্ধার 

0
129
ফরিদপুরের নিখোঁজ ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
ফরিদপুরের নিখোঁজ ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নরসিংদীতে নিজবাড়ি থেকে মা ও তার দুই ছেলে-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তারা বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি এলাকায় থাকতেন।

পুলিশ বলছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।