ধনীরাই ভারত ছেড়ে পালাচ্ছেন চার্টার কোম্পানির সিইও

0
33
ধনীরা ভারত ছেড়ে পালাচ্ছেন
ধনীরা ভারত ছেড়ে পালাচ্ছেন

একটি প্রাইভেট জেট চার্টার কোম্পানি জেটসেটগো এর সিইও কানিকা টেকরিওয়াল বলেছেন, করোনার ভয়ে ভারত ছেড়ে শুধু বিজনেস টাইকুন ও বলিউড তারকারাই পালাচ্ছেন না। এই তালিকায় আরো অনেকেই আছেন। বৃহস্পতিবার (৬ মে) এখবর দিয়েছে সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, টেকরিওয়াল বলেছেন, কেবল ধনী ভারতীয়রা ব্যক্তিগত বেসরকারী বিমানগুলিতে ভারত ছেড়ে চলে যাচ্ছেন বললে ভুল হবে। গত ১০ দিনে আমরা দেখেছি যে ব্যক্তি সম্পদ জড়ো করতে পারছে এবং জেটের টাকা জোগাড় করতে পারছে, সে-ই ভারত ছেড়ে পালাচ্ছে।

টেকরিওয়ালের বরাতে আরো বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেটসেটগো এর বুকিং আগের চেয়ে ৯০০ শতাংশ বেড়েছে। তবে এই বুকিং এর ৭০ থেকে ৮০ শতাংশই উচ্চ মধ্যবিত্ত। তাদের বেশিরভাগই মালদ্বীপে পালিয়ে যাচ্ছেন। টেকরিওয়াল বলেন, আমি মনে করি এগুলিই কোভিডকে সবচেয়ে বেশি ভয় করে। কারণ তারা বেশি ধনী নয় বা চিকিৎসাসেবায় তাদের কাছে সুগম্য নয়।