করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জাননো হয়, ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৫৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে ৫০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জন।