দূষিত শহরের তালিকায় ঢাকা আজ চতুর্থ

0
22
ঢাকা
বায়ুদূষণের শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় ঢাকা আজ চতুর্থ অবস্থানে রয়েছে। ২৩৯ স্কোর নিয়ে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে শহরটি।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে শহরটি।

সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একই সময়ে ২৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এ ছাড়া ২৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর এবং ২৪১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর।