দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

0
86

দুর্নীতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে পাঁচ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। সব মিলিয়ে সু চির মোট ১১ বছরের সাজা হলো। বুধবার (২৭ এপ্রিল) সু চির বিরুদ্ধে এই রায় দেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৭৬ বছরের সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ আনা হয়েছে। ১১ টির মধ্যে প্রথমটির সাজার রায় দেওয়া হয়েছে আজ। এখনও বিচারাধীন আছে আরও ১০টি মামলা। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সু চি।

শান্তিতে নোবেলজয়ী ৭৬ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় বহু সংখ্যক মামলা দায়ের করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। এর মধ্যে তার বিরুদ্ধে ১৮ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। মিয়ানমারের রাজধানী নেইপিদোর জান্তানিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে।