দুই লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

0
30
দুই লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার
দুই লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

সিরিজ না জেতার লজ্জা আবার শেষ ম্যাচে সর্বনিম্ন রানের লজ্জা দুই লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কল্পনায়ও এই দিনের কথা ভাবতে পারে নি। শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে অজিরা।

যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।  টি-টোয়েন্টিতে এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া।

মিরপুরে আজ (সোমবার) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা স্বাগতিক দল শেষ করেছে ৪-১ ব্যবধানের জয়ে।

সোমবার (৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। এছাড়া মাহমুদউল্লাহ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩ রান করেন।

১২৩ রানের তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ৫১ রানেই ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন আর সাইফউদ্দিনের পেসে ধরাশায়ী ম্যাথিউ ওয়েডের দল। মাত্র ১৩.৪ ওভারেই গুটিয়ে যাওয়ায় মোস্তাফিজের ডেথ ওভার ফেস করতে হয়নি অসিদের।