দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জন

0
54
দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জন
দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জন

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েক দিন ধরেই বি-টাউন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে। এ নিয়ে এই দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষী অনেকের হৃদয় ভাঙতে বসার জো হয়েছিল। এ জুটিকে বেশ কিছু সময় ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না।

তিন দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের একটি ছবির নিচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন— ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সঙ্গে ছিল একটি রহস্যময় ইমোজি।

তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছিল— দীপিকা এখনো হয়তো রণবীরকে ভালোবাসেন; কিন্তু রণবীর কি তাকে ভালোবাসেন! ভক্তদের সেই উৎকণ্ঠা টের পেলেন রণবীর।

মঙ্গলবার বিষয়টি পরিষ্কার করেন বলিউড স্টার। স্ত্রীর ছবির মন্তব্যে বুঝিয়ে দিলেন— এখনো দীপিকাই তার রানি।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে রণবীর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন— দীপিকা আর তিনি একসঙ্গেই রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসেবে সম্মান করি। আশা করছি, আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।’

দুজনের আলাদা থাকার জল্পনা যে ভিত্তিহীন, সে কথাও বুঝিয়ে দিয়েছেন রণবীর। যদিও এখনো এ নিয়ে মুখ খোলেননি দীপিকা।