দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো মিম (১০), হাসান (১২), সাজ্জাদ (১৩) আপন (১৬), মমিনুল ও আতিক। আহত সাজু (১৭)।
এসআই জানান, দুপুর সাড়ে ৩টার দিকে দিনাজপুরে এ ঘটনা ঘটে। শহরে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে নামে।
বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত তিনজনকে দিনাজপুর সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যায়।