
দিনাজপুরে শীতের তীব্রতা চরমে পৌঁছেছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি জানিয়েছেন।
দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রংপুর বিভাগসহ দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা আজ সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭, রংপুরে ১০ দশমিক ২, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ১০, নওগাঁর বদলগাছিতে ১০, বগুড়ায় ১০ দশমিক ৪, রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ১০, চুয়াডাঙ্গা ৯ দশমিক ৩, যশোর ৯ দশমিক ৮, এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।


