দিনাজপুরে ঐতিহাসিক গোর – এ-শহীদ বড় ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

0
5
ঐতিহাসিক
দিনাজপুরে ঐতিহাসিক গোর - এ-শহীদ বড় ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে দেশের সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

এই ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা আসেন। জামাতে ইমামতি করেন মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

বৃহৎ এ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও তৎপর ছিলেন।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাংবাদিকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের বৃহৎ এই ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রচণ্ড রোদ আর গরমে মুসল্লিদের একটু কষ্ট হয়েছে।”

তিনি বলেন, “আগামীতে মাথার ওপরে সামিয়ানার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে মাঠে ঘাস লাগিয়ে ও ফুলের বাগান করে বাংলাদেশের বৃহৎ এই মাঠকে জান্নাতে পরিণত করা হবে।”

তিনি সরকার ও দিনাজপুরের ৩৩ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন, “ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সদা তৎপর।

মানুষ যেন হাসিমুখে বাসা থেকে এসে ঈদের নামাজ পড়ে হাসিমুখে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।”