দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির চেষ্টা, তিনজনকে আটক

0
45
ডাকাতি
দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির চেষ্টা, তিনজনকে আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাডা ইউনিয়নের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ৩ জন ডাকাতি করতে আসার ঘটনা ঘটে। এসময় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার,  রাতে কেরানীগঞ্জ মডেল থানায়, প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

তিনি বলেন, ‌‘ডাকাতরা মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে এমন ডাকাতি করতে আসেন বলে আমাদের কাছে মনে হয়েছে। আমাদের কাছে তারা বলেছে, মৃত্যুপথযাত্রী এক কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতি করতে আসে তারা।’

‘তারা যে রোগীর ঠিকানা দিয়েছে সেটি যাচাই-বাছাই চলছে। সত্য কি না তা পুলিশ তদন্ত করে দেখছে।’

পুলিশ সুপার বলেন, ‘তাদের অপরাধী বলা যায় না। তারা হয়তো মিস গাউডেড। মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে এসেছিলো।

তিনি বলেন, ‘তাদের তিনজন ছাড়া বাইরে কেউ ছিল না। তারা পুলিশকে ভয় দেখানোর জন্য বলেছে বাইরে তাদের আরও লোক আছে।’

দুষ্কৃতিকারী ০৩ জনের নাম ১। মোঃ লিয়ন মোল্লা নিরব (২২), পিতা: মোঃ কবির মোল্লা, সাং- কুমুরিয়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ ২। মোঃ আরাফাত (১৬), পিতা- মোঃ কামাল পারভেজ, সাং- কদমতলী খালপাড়, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ৩। মোঃ সিফাত (১৬), পিতা- আব্দুল্লাহ, সাং- কদমতলী খালপাড়, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে লুন্ঠনকৃত নগদ ১৮,০০,০০০/- ( আঠারো লক্ষ) টাকা, ০৪ টি খেলনা পিস্তল, ০২ টি চাকু, ০১টি লোহার পাইপ, ০১টি কালো স্কুল ব্যাগ, ০৩টি মাস্ক, ০৩টি জোড়া হ্যান্ড গ্লাভস এবং ০৩টি কালো চশমা উদ্ধার করা হয়।

এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদ থেকে মাইকে  ডাকাতির কথা ঘোষণা দেওয়া হলে, আশপাশের কয়েকশ মানুষ ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে রাখেন।

 –রাজিব হোসেন বাপ্পী