ট্রাক, অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (১ জুন) সকাল ৯টায় জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সে সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস এসে পুনরায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৩ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই শিশুরটির মাসহ আরও ৩ জন মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।