তৃতীয় লিঙ্গের ৪ জন আটক

0
53
তৃতীয় লিঙ্গের ৪ জন আটক
তৃতীয় লিঙ্গের ৪ জন আটক

রাজধানীর উত্তরায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলী (২৪) ও দুলী (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ এনা পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদাবাজির সময় তাদের গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিলো। কেউ চাঁদা না দিলে তারা কাউন্টারে গিয়ে রীতিমত তাণ্ডব চালাতো। এছাড়া যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতো।

তিনি আরও বলেন, তারা আজ সকালে উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে।

এক পর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা ম্যানেজার থেকে ১ হাজার ১০ টাকা নিয়ে নেয়। এরপরও তারা চলে না গিয়ে আরও টাকার জন্য এনা পরিবহনের কাউন্টারে তাণ্ডব চালাতে থাকে। পরে বাস কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ গিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।