“ইউরো কাপে চেক রিপাবলিককে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে নিজেদের জায়গা করে নিল ডেনমার্ক। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক।”
প্রথমার্ধে ডেনমার্ক এগিয়ে ছিল ২-০ গোলে। ৫ মিনিটের মাথায় ডেনমার্কের প্রথম গোলটি করেন থমাস ডেলানি। টমাস ডেলানি ও কাসপের ডলবার্গের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান পাত্রিক শিক।
৪৯ মিনিটে ইউক্রেনের হয়ে একমাত্র গোলটি করেন প্যাট্রিক শিক। এরপর চেক প্রজাতন্ত্র শেষ অবধি বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও তা প্রতিহত করেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার শ্মিচেল। সমতা ফেরানোর মরিয়া লড়াই চালালেও শেষে ছিটকে গেল চেকরা।
আসরে পাঁচ ম্যাচে শিকের গোল হলো পাঁচটি। আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকার চূড়ায় ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসলেন তিনি।
ওয়েম্বলিতে দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ক খেলবে ইংল্যান্ড ও ইউক্রেন ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে।