তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ ২৫ জন নিহত

0
51
তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ ২৫ জন নিহত
তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ ২৫ জন নিহত

তুরস্কের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও অন্য ১৭ জন আহত হয়েছে। শুক্রবার রাতে তুরস্কের বারতিন এলাকার একটি কয়লাখনির গভীরে ওই বিস্ফোরণ ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাররেতিন কোকা জানিয়েছেন।

কোকা জানিয়েছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রান্সফরমার থেকে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির অভ্যন্তরে ১১০ শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ৪৯ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে ছিল। উদ্ধাকারীরা অনেককে উদ্ধার করেছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি সব কর্মসূচি বাতিল করে শনিবার দুর্ঘটনাস্থলে যাবেন। এক টুইটে এরদোয়ান বলেন, আমরা আশা করছি, প্রাণহানি আর বাড়বে না, আমাদের খনি শ্রমিকদের জীবিত পাওয়া যাবে।

তুরস্কের ইতহাসে সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। ওই বছর দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সোমায় একটি খনিতে বিস্ফোরণে ৩০১ জন শ্রমিক মারা যান।

সূত্র : ডেইলি সাবাহ