তাসকিনকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

0
24
বিশ্বকাপের
তাসকিনকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও অবশেষে দলে রাখা হয়েছে তাসকিনকে। তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক।

নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ড বাই: আফিফ হোসেন, হাসান মাহমুদ।