রাজধানীর ফার্মগেটে বাসচাপায় তরুণ ক্রিকেটারের মৃত্যু

0
39
ক্রিকেটার
রাজধানীর ফার্মগেটে বাসচাপায় তরুণ ক্রিকেটারের মৃত্যু

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসচাপায় শহীদুল ইসলাম নিরব (৩২) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন চালক। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন জানান, নিহত নিরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। 

 তিনি আরও জানান, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মোটরসাইকেলে থাকা দুজনকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।