ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে পাসের হার ৮.৫৮। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশই অকৃতকার্য হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে এই ফলাফল প্রকাশ করেন।
এ বছর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ১১১ জন। ভর্তির যোগ্য বিবেচিত এই ৬ হাজার ১১ জনের মধ্যে শেষ পর্যন্ত ১ হাজার ৩৩৬ জন মেধাক্রম অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন। এই ইউনিটে মোট ১ হাজার ৩৩৬ আসনের মধ্যে বিজ্ঞানে ১০১১, বিজনেস স্টাডিজে ২৯৭ ওমানবিকে ২৮টি আসন রয়েছে।
বিভাগ পরিবর্তনের এই ইউনিটে ১২০ নম্বরের মধ্যে ১০৩ পেয়ে বিজ্ঞান শাখায় প্রথম হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলি। মানবিক শাখায় ১০৩ দশমিক ৪৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মো. তানজিদ হাসান আকাশ এবং ৯৩ নম্বর পেয়ে ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম হয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আয়শা জাহান সামিয়া।