ঢাকায় ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে

0
35
সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা দেশে পৌঁছেছে
সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা দেশে পৌঁছেছে

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাত একটা এবং তিনটায় আরও দুটি ফ্লাইটে বাকি ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ১ টায় ১০ লাখ টিকা পৌছাবে। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩ টায় ঢাকায় আসবে। 

বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই দেশে আসে। এর পরদিন আরও ১০ লাখ, সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।