ড. ইউনূসের বিরুদ্ধে আরেক মামলা

0
73
ঈদুল ফিতরের শুভেচ্ছা
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাওনা মুনাফার দাবিতে মামলা হয়েছে। ২০০৬ সালের আগে থেকে যেসব কর্মচারী কাজ করতেন তাদের পাওনা মুনাফার দাবিতে এ মামলা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে ঢাকার শ্রম আদালতে এ মামলা করা হয়। আদালত এ মামলায় ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন।

জানা গেছে, জারি করা সমনের বিষয়ে আগামী ১৬ অক্টোবরের মধ্যে জবাব দিতে হবে।

এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো: আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এখনো আমরা এই সমনের নোটিশ হাতে পাইনি। পাওয়ার পরে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।