ডাচদের ২-০ গোলে হারিয়ে শেষ আটে চেক রিপাবলিক

0
23
ডাচদের ২-০ গোলে হারিয়ে শেষ আটে চেক রিপাবলিক
ডাচদের ২-০ গোলে হারিয়ে শেষ আটে চেক রিপাবলিক

নেদারল্যান্ডসকে  ২-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিল চেক রিপাবলিক। 

ম্যাটাইস ডি লিখটকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হলে ৫৫ মিনিটে দশজনের দলে পরিণত হলে  কোণঠাসায় পরে যায়  নেদারল্যান্ডস।

বিরতির পর নেদারল্যান্ডসের অসহায়ত্বের সুযোগে টমাস হোলেসের গোলে চেকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান পাত্রিক শিক।

নেদারল্যান্ডস প্রথমার্ধে বল দখলে একটু এগিয়ে ছিল। চেক রক্ষণ পার করে গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

৪৯ মিনিটে ড্যানিয়েল মানেলকে বল পাঠাতে পারেননি ডুমব্রিজ। তিন মিনিট পর গোলরক্ষককে একদম একা পেয়ে গিয়েছিলেন মানেল। কিন্তু শট না নিয়ে কাটাতে গিয়ে বল হারিয়ে ফেলেন তিনি।

প্রতি আক্রমণে ওপরে উঠে যায় চেকরা। ফাঁকায় বল নিয়ে এগিয়ে যান প্যাট্রিক শিক। নিশ্চিত গোল হতে পারে ভেবে তাকে আটকানোর চেষ্টা করেন ডি লিখট। কিন্তু পা দিয়ে নয়, বল আটকে ফেলেন হাত দিয়ে।

রেফারি সঙ্গে সঙ্গে এসে হলুদ কার্ড দেখান। পরে ভিআর দেখে সিদ্ধান্ত বদলে দেন লালকার্ড। ১০ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস।

প্রতিপক্ষ দলে একজন কম দেখে আরও উজ্জীবিত হয়ে পড়ে চেক রিপাবলিক। ৬৮ মিনিটের মাথায় তারা এগিয়েও যায়। কর্নার থেকে বক্সের বাঁদিকে বল পেয়ে হেড করে সেটা ডানদিকে পাঠান টমাস কালাস। বিপদ দেখে গোললাইনের সামনে তিনজন ডাচ খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু মুহূর্তেই টমাস হোলেসের হেড সব ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

৮০ মিনিটে আরও এক গোলে নেদারল্যান্ডসকে স্তব্ধ করে দেয় চেকরা। এবার হোলেস ডাচ রক্ষণে একাই ঢুকে গিয়েছিলেন। কিন্তু গোল নিশ্চিত করতে সেখানে গিয়ে পাস দেন পাশে থাকা প্যাট্রিক শিককে। শিক সেই বল জালে জড়াতে ভুল করেননি। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয়ে ডাচদের বিদায় দিয়ে শেষ আটে নাম লেখায় চেক রিপাবলিক।