ডলার প্রতি আরও ৪০ পয়সা বাড়াল বাংলাদেশ ব্যাংক

0
100
ডলার
ডলার প্রতি ডলার বুকিংয়ের সুযোগ ৪০ পয়সা বাড়াল বাংলাদেশ ব্যাংক

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ দশমিক ৯০ টাকা নির্ধারণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।  

এদিকে আজও দেশের অনেক ব্যাংক ১০০ টাকা দরে প্রবাসী আয় সংগ্রহ করছে এবং রফতানি বিল নগদায়ন করছে। যার কারণে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

এর আগে টাকার বিপরীতে ডলারের মান ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ দশমিক ৫০ টাকা নির্ধারণ করেছিল। ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় মুদ্রাবাজারে ডলারের দাম ঊর্ধ্বমূখী। তাই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।