
ট্রেনে পায়ের আঙ্গুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের। দুর্ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে।
রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খিলগাঁওয়ে ট্রেনে তার বাঁ পায়ের সব আঙ্গুল কাটা পড়ে। দ্রুত আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে বলে জানান তিনি।


