ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায়।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)। সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।