ছেলেকে নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোঃ হানিফ উদ্দীন (৪০) ও তার ছেলে মোঃ পিয়াস (১০)। পিয়াস নকলা শহরের উকিলপট্টির রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মুশফিকুর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ি থেকে হানিফ তার ছেলে পিয়াসকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। শহরের হাসপাতাল রোড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।