টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
47
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিজেদের টিকিয়ে রাখতে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ের ব্যাপারে সাকিব জানান, উইকেটটা বেশ শুকনো সে কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ দল আগে ব্যাট করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে নিজেদের সেরাটাই দিতে হবে, বিশ্বাস সাকিবের। বললেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য আমাদের সেরা খেলাটা খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তারা উজ্জীবিত থাকবে এবং আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।

এদিকে ক্রেইগ আরভিন জানালেন, টস জিতলে ব্যাট করতে চাইত তার দলও। তিনি বলেন, অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে, এটা সারাদিনে খুব বেশি বদলাবে না। আবহাওয়াটা বেশ সুন্দর, টস জিতলে ব্যাটই করতে চাইতাম আমরা!

প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে খেই হারিয়ে ফেলে সাকিবের দল।

অন্যদিকে পাকিস্তানের সাথে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে জিম্বাবুয়ে। আসরের শুরু থেকেই দলের সব ক্রিকেটার আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। যা প্রতিটি ম্যাচে জিম্বাবুয়েকে যোগাচ্ছে বাড়তি উদ্দীপনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার ব্যাট করে ৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, হারিয়েছে ২ উইকেট।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ

ওয়েসলি মাধভিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, ব্রাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।