টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
18
বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে টস করতে নেমে জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক সাকিব আল হাসান।

এই ম্যাচে অভিষেক হচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমের। নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তিনি। একাদশে রয়েছেন তিন পেসার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।