ওয়েব সিরিজ ’৭১-এ তাঁর অভিনয় দক্ষতা প্রদর্শনের মাধ্যমে টলিউডে বাঙালি দর্শকের কাছে পরিচিত নাম হয়ে উঠেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার টলিউড সিনেমায় পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। পরিচালক রাজর্ষি দে-র আগামী ছবির অন্যতম প্রধান চরিত্রে দেখা যেতে পারে মিথিলাকে। জোর গুঞ্জন, শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ রাজর্ষির নতুন ছবির অনুপ্রেরণা। সেই ছবিতেই টলিউডে অভিষেক হচ্ছে তাঁর।
এই চরিত্রটি করার কথা ছিল অর্পিতা চট্টোপাধ্যায়ের। কোনও এক অজ্ঞাত কারণে তিনি সরে দাঁড়াতেই অভিনয় করবেন মিথিলা। রাজর্ষির এই ছবিতে টলিউডের একঝাঁক তারকার অভিনয় করার কথা। দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, ঈশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা প্রমুখ। দেবলীনা বললেন, ‘এই ছবির ব্যাপারে একদমই প্রাথমিক কথাবার্তা হয়েছে।’ অনিন্দ্যরও একই কথা।
সিনোমার বড় অংশের শ্যুটিং কলকাতাতেই হবে বলে জানা গিয়েছে।