
টঙ্গী ব্রিজ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শুরু হলো যান চলাচল। শনিবার (২০ নভেম্বর) রাতে ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষে রোববার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে যান চলাচলের জন্য ব্রিজটি চালু করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম।
মহিরুল ইসলাম জানান, শনিবার রাতে সেতুটি মেরামত শেষে ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা বিবেচনা করে তা উন্মুক্ত করা হয়নি। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ব্রিজটি খুলে দেওয়া হয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরেই আব্দুল্লাহপুরসহ গাজীপুর অংশে তীব্র যানজটে লেগে ছিল। টঙ্গী ব্রিজে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিলো যানবাহনের চালক যাত্রীদের। শনিবার রাতে ভেঙে পড়া অংশ মেরামত কাজ শেষ হলে ১১ দিন পর আবারো রোববার শুরু হয় যান চলাচল।