
আজ শুক্রবার (১৯ মে) বিশ্বের সাত বৃহৎ অর্থনীতির দেশকে নিয়ে গঠিত জি-৭ জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
জোটভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা এতে অংশ নিয়েছেন।
জাপানের হিরোশিমায় সম্মেলন শুক্রবার সকালে শুরু হলেও বৃহস্পতিবার স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন জি-৭-এর শীর্ষ নেতারা।
এছাড়া এই নেতাদের সঙ্গে রয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মাইকেল।
এদিকে সম্মেলনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন রাশিয়ার উৎপাদিত কপার, নিকেল এবং অ্যালুমিনিয়ামের ওপর নিষেধাজ্ঞা দেবে তার দেশ। ধারণা করা হচ্ছে, জি-৭ জোটও এই পদাঙ্ক অনুসরণ করবে।
এর আগে ঋষি সুনাক যুক্তরাজ্যে রাশিয়ার হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞার কথা জানান। যদিও তার এ ঘোষণা অনেকটা প্রতীকী বলা যায়। কারণ আগে থেকেই রুশ হীরার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে দেশটি।
সূত্র: দ্য গার্ডিয়ান