জাহাঙ্গীরকে দুদকে তলব

0
20
জাহাঙ্গীরকে দুদকে তলব
জাহাঙ্গীরকে দুদকে তলব

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এবারের তলবি নোটিশে তাকে আগামী ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে দুদকের উপপরিচালক মো. আলী আকবরের ১৫ মে তারিখে স্বাক্ষরিত নোটিশে জাহাঙ্গীর আলমেক ২২ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশিষ্ট রেকর্ডসহ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। ২১ মে (রবিবার) জাহাঙ্গীর ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে সময় আবেদন করেন।

এ বিষয়ে দুদক সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর এক মাসের সময় চেয়েছিলেন। সেই আবেদন বিবেচনায় নিয়ে তাকে আজ মঙ্গলবার দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২১ মে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।